সম্যকের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যকের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৭ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ নারী সম্মাননা, এসএসসি ও এইচএসসি জিপিএ৫ প্রাপ্তদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। উদ্বোধক ছিলেন সম্যকের উপদেষ্টা উৎপল বড়ুয়া, সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।মূখ্য আলোচক ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন বেপজা কর্মকর্তা প্রকৌশলী রিটন বড়ুয়া। সম্যক প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী বুলবুল বড়ুয়া, কৃষাণু বড়ুয়া, বিপন বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, অনুষ্ঠান আহ্বায়ক রুপস বড়ুয়া রাজু। অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ লিপি বড়ুয়া, সনচিতা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া (নৃত্য), সোহেলী চাকমা, ডা. ঋতু বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলিজি: রিজভী ভাই, স্বেমি আপা, অঞ্জনদার স্মরণে
পরবর্তী নিবন্ধচবির শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ