আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মেলন সামনে রেখে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আগামী ৬ ডিসেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, ৮ ডিসেম্বর বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ, ৯ ডিসেম্বর কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও ১০ ডিসেম্বর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক কাউন্সিল স্ব স্ব উপজেলায় অনুষ্ঠিত হবে এবং ২য় অধিবেশন পূর্বের সিদ্ধান্তানুযায়ী চট্টগ্রাম মহানগরীতে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে সভায় আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভা সফল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। জনসভা সফল করতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আওতাধীন প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রচার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ৪ দিন ব্যাপী ব্যাপক মাইক প্রচার ও গণসংযোগ করার সিদ্ধান্ত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, আবু সাইদ, এস এম আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন সম্পাদক অ্যাড মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আবু জাফর, গোলাম ফারুক ডলার, ডা. তিমির বরণ চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, এ কে এম আবদুল মতিন চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, শাহনেওয়াজ হায়দার শাহীন, অ্যাড আবদুর রশিদ, অ্যাড মুজিবুল হক, অ্যাড কামরুন নাহার, বিজয় কুমার বড়ুয়া, আবু সুফিয়ান, চেমন আরা তৈয়ব, এম এ মোতালেব, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান নাছির আহমদ, মোহাম্মদ মুছা, ছিদ্দিক আহমদ বি ক ম, মোহাম্মদ আইয়ুব আলী, ওমর ফারুক, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, শাহিদা আক্তার জাহান, সেলিম নবী, আবুল কালাম আজাদ প্রমুখ।