সম্মেলন সফল করতে নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন

ভেন্যু পরিদর্শনে সালাম

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সম্মেলনকে সফল করতে উত্তরের সাত উপজেলার সংগঠনের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করছে। সম্মেলনের সার্বিক বিষয় প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন।

শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য যুবলীগের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাটহাজারী উপজেলা দুই পার্বত্য জেলার প্রবেশদ্বার। তাই যুবলীগের স্বেচ্ছাসেবক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্মেলন অনুষ্ঠানের জন্য কাজ করছে। সম্মেলনের দিন যুবলীগের নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ও নেতা কর্মীদের বহনকারী গাড়ির জন্য যাতে যানজট সৃষ্টি হতে না পারে সেজন্য ট্রাফিক বিভাগ কাজ করবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলোচনা চলছে বলে তিনি জানান।

আগামী ২৯ মে উত্তর জেলা যুবলীগের সম্মেলনের ভেন্যু হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। গতকাল হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী নেতা জাফর আহম্মদ, দিদারুল আলম বাবুল, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন, সভাপতি পদপ্রার্থী এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের রবির আলো দ্রোহের বীণা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধএভারকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জিল্লুর রহমান এখন চট্টগ্রামে