সম্মেলন যুবলীগের শোডাউন ছাত্রলীগের!

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগর যুবলীগের সম্মেলন আগামী ৩০ মে। সার্বিক প্রস্তুতি সরেজমিনে প্রত্যক্ষ করাসহ সম্মেলন সফল করতে চট্টগ্রামে অবস্থান করছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন সফল করতে সম্মেলনের স্থান পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করতে রেডিসন ব্লু থেকে শেখ নাঈম যখন বের হচ্ছেন তখন এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তার পেছনে শোডাউন করছেন।

গতকাল দুপুরে দি কিং অব চিটাগাং ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনের জন্য রেডিসন ব্লু থেকে বের হলে এমইএস কলেজ ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী তার গাড়ির পেছন পেছন মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।

এ সময় শেখ ফজলে নাঈম ক্ষুব্ধ হন। তিনি গাড়ি থামিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যুবলীগের মিটিংয়ে ছাত্রলীগের কাজ কি? যান, আপনারা এখান থেকে যান।

শোডাউনে নগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাও ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনাম ঠিক থাকবে পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন
পরবর্তী নিবন্ধওষুধ খাইয়ে স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট!