নগরীর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জসিম উদ্দিন পাটোয়ারী ও মো. কাজী লিটন নামের দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাবাজার এলাকার গুলশান আবাসিকের মুখে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুজনকে কোপানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানতে পেরেছি।
জানা গেছে, আহত জসিম উদ্দিন পাটোয়ারী জালালাবাদ ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের দপ্তর সম্পাদক ও মো. লিটন জালালাবাদ ব্যাংক পাহাড় এলাকার বাসিন্দা।
বায়েজিদ থানার ওসি মো. ফেরদৌস জাহান বলেন, গত সোমবার বায়েজিদ থানাধীন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের জন্য বায়েজিদ ক্যাফেতে সি ইউনিটের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের দপ্তর সম্পাদক জসিম উদ্দিনকে কাউন্সিলর না করায় সভায় কথা কাটাকাটি হয়। গতকাল বুধবার চন্দ্রনগর এলাকায় সম্মেলনের বিষয়ে অপর একটি সভায় অংশগ্রহণ শেষে মোটরসাইকেল যোগে জসিম ও লিটন বাংলাবাজার গুলশান আবাসিকের সামনে পৌঁছালে বিরোধী পক্ষের আল আমিন ও আবু তাহের পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে থাকা জসিম এবং লিটনের ওপর হামলা চালায়। তাদের দায়ের কোপে জসিম ও লিটন গুরুতর আহত হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।