সম্মেলন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর আ.লীগের বর্ধিত সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব বরেন পৌর মেয়র মো. শাহজাহান সিকদার। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন, গিয়াস উদ্দিন খাঁন স্বপন, ওমর ফারুক চৌধুরী, জাফর সালেক, আরিফুল ইসলাম চৌধুরী,জসিম উদ্দিন শাহ্‌, মফজ্জল আহমেদ কন্ট্রাক্টর, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, মাহবুব আলম, আরজু সিকদার, জালাল উদ্দীন, হালিম আব্দুল্লাহ, এনামুল হক, ওবায়দুল্লাহ, কাউন্সিলর আবুল কাশেম, সিরাজুল ইসলাম, এহসান হাবিব, নীলু আক্তার, ফাহিম চৌধুরী, সোহেল রানা প্রমুখ। সভায় পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধআফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের টিন বিতরণ