আকবরশাহ থানা বিএনপির মতবিনিময় সভা গতকাল রোববার বিকেলে নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
সভায় মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমানে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য অবৈধ সব কিছুকে বৈধতা দিচ্ছে। তাদের স্বার্থ সিদ্ধির পর আবার তাদের ছুড়ে ফেলে দিচ্ছে। দুর্নীতি, লুটপাটের মহোৎসব চলছে দেশে। আওয়ামী লীগ এমন এক পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে গেছে, যে রাষ্ট্রে মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভোগে। নালায় পড়ে মানুষ নিখোঁজ হচ্ছে, ড্রেনে পড়ে মৃত্যু হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা থানায় থানায় মতবিনিময় সভার আয়োজন করছি। থানার পরে ওয়ার্ড ও ইউনিট পর্যায়েও দলকেও কিভাবে সুসংগঠিত করা যায় সে বিষয়েও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। দলের বড় শক্তি তৃণমূল নেতাকর্মীরা। তারেক রহমান চান তৃণমূলের কথা শুনতে, তাদের চাওয়া, পাওয়া, অভিযোগ অনুযোগ শুনতে। আকবরশাহ থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈুদ্দিন চৌধুরী মাঈনুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম.এ আজিজ, যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।