সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মানববন্ধন

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন ও সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ডা. চন্দন দত্ত, সহসভাপতি ডা. সাগর চন্দ্র দে, ডা. তপন ভৌমিক, ডা. তাপস ভট্টাচার্য, প্রভাষক ডা. রূপম রুদ্র, ডা. এসএম এমরান, ডা. মনিরুল ইসলাম, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. আহসান হাবিব, ডা. আন্না রানী বিশ্বাস, ডা. আলাউদ্দিন ভূঁইয়া, ডা. এসকে বড়ুয়া, ডা. সবুজ কান্তি দেব, ডা. সঞ্জয় দাশ, ডা. কামাল হোসাইন, ডা. রেজিয়া বেগম রিমা, ডা. নুরুন্নাহার বেগম, ডা. মুজিবুর রহমান, ডা. নাফিজ মোহাম্মদ দিদার, ডা. আসহাব উদ্দিন, ডা. হারাধন দাশ, ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, ডা. আব্দুল গোফরান, ডা. এম আর সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধমূল্য তালিকা নেই, লোহাগাড়ায় তিন দোকানিকে জরিমানা