গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অন্যতম। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ধর্ষণ, নারী নির্যাতন ও ইয়াবা সেবন বন্ধ করা সম্ভব। গত শনিবার চন্দনাইশে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে আইনশৃংখলা অবনতির আবাস পাওয়া গেলেই তাৎক্ষনিকভাবে পার্শ্ববর্তী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর সদস্য ও থানা প্রশাসনকে অবহিত করার আহবান জানানো হয়। চন্দনাইশ থানা প্রশাসনের উদ্যোগে থানা ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার। আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আবদুল হালিম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান এম মোরশেদুল আলম, মো. দেলোয়ার হোসেন, এসএম নাসির উদ্দিন বাবলু, ওসমান গণি, হেফাজতুর রহমান প্রমুখ।