চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চবি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এলামনাইয়ের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা নগরীর রহমতগঞ্জস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রাক্তন ছাত্রছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে লালন করে। প্রাণের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কিছু করতে আগ্রহী। সব প্রাক্তনরা সম্মিলিত চেষ্টায় এই সর্বোচ্চ বিদ্যাপীঠকে বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারে। এই জন্য প্রাক্তনদের ঐক্যবদ্ধ দৃশ্যমান প্রচেষ্টার প্রয়োজন। চবির সিনেট সদস্য স.ম. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম.এ.গফুর, প্রফেসর ড. মহিউদ্দিন, অলক দাশগুপ্ত, আলী আকবর চৌধুরী, আ্যভোকেট সেকান্দর চৌধুরী, অধ্যাপক স্বরূপানন্দ রায়, এস.এম. জাকির হোসেন, মোস্তফা শামীম আল জুবাইয়ের, অধ্যাপক মো. জাকির হোসেন, তমিজউদ্দিন খান সিদ্দিকী, ফরিদুল আলম, সালামত আলী, তাহমিনা খানম, কাজী জসীম, অধ্যাপক দিলীপ কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।