সম্মিলিত আবৃত্তি জোটের প্রতিবাদী অনুষ্ঠান

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

মৌলবাদ নয় মানবিকতার জয় ‘আমরা সবাই বাঙালি’ শিরোনামে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সোমবার প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মছরুর হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন, কবি আখতারী ইসলাম। প্রতিবাদী আবৃত্তিতে অংশ নেন -সুজয় দে, লিপি সেন, ফাহারিন খন্দকার প্রতিভা, তামান্না আক্তার, শেখ ফাইরুজ, নাওয়ান দূর্দানা, মুক্তা মুরসালিন, ফাহমিদা চৌধুরী, সানজিদা রহমান, নুসরাত জাহান পুস্প, বিপ্লব কুমার শীল, জসীম উদ্দীন, সুষ্মিতা দাশ, নাছরিন তমা, রেহেনা আক্তার অ্যানি, বৃষ্টি পুরোহিত, সাবিহা আক্তার। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে- মুক্তধ্বনি, শব্দনোঙর, স্বদেশ। বৃন্দ আবৃত্তির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন দিলরুবা খানম, পীয়ুষ কান্তি দাশ, মো. সেলিম ভূঁইয়া। সংগ্রামী সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করে সৃজামী। সঞ্চালনায় ছিলেন দেবাশিস রুদ্র। শুরুতে শব্দনোঙরের সাধারণ সম্পাদক দিলরুবা খানমের মায়ের মৃত্যু ও সামপ্রদায়িক হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমজার ইশকুলের শিক্ষার্থীরা পেল অবারিত আনন্দ
পরবর্তী নিবন্ধমন্ত্রণালয়ের পক্ষ থেকে ইস্টার্ন রিফাইনারিকে সম্মাননা