সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি যথাক্রমে মো. ইব্রাহীম হোসেন চৌধুরী, মো. মুজিবুল হক ও শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে আবু মোহাম্মদ হাশেম, হুমায়ুন আক্তার মোস্তাক, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ ও মো. আইয়ুব খান, সিনিয়র আইনজীবী সুনীল সরকার, জসীম উদ্দিন আহমদ খান, এম এ নাসের চৌধুরী, মো. ফখরুদ্দিন চৌধুরী, কাজী মুহাম্মদ নজমুল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী, দিনমনি দে, চন্দন বিশ্বাস, মঈনুল আলম চৌধুরী টিপু, ইমরুল হক মেনন, নাসরিন আক্তার চৌধুরী, রবিউল আলম প্রমুখ। সভায় আসন্ন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের আগামী ৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র নেয়ার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।