সম্মানিত বোধ করছি টিকটকের কার্যালয় ঘুরে অপূর্ব

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:১৪ পূর্বাহ্ণ

ছুটি কাটাতে দুবাইয়ে গেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে মুগ্ধ অভিনেতা। সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে এমনটিউ জানিয়েছেন ছোট পর্দার সুপারস্টার। টিকটক কার্যালয় ঘোরার ছবি পোস্ট করে অপূর্ব লেখেন, চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহূর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধচবি পরিবহন পুলে যুক্ত হলো বাস ও মাইক্রোবাস
পরবর্তী নিবন্ধ‘শাটিকাপ’ নির্মাতার ‘সিনপাট’ মুক্তি পেয়েছে