সম্মাননা পেলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশ ফাঁড়ি

হালদায় মাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মাছ রক্ষা, ডলফিন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পেলেন রাউজানের প্রাক্তন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী ও নৌপুলিশ ফাঁড়ি।

গতকাল শনিবার চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘বিশেষ সম্মাননা’ স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ওই মৎস্য কর্মকর্তা। এছাড়া হাটাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিরহাটস্থ হালদা অস্থায়ী নৌপুলিশ ফাঁড়ির পক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ফাঁড়ির ইনচার্জ এএসআই (নিরস্ত্র) মো. রমজান আলী। তিনি দেড় বছর যাবৎ ওই ফাঁড়িতে সঙ্গীয় ফোর্স নিয়ে নদী ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন।

চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, রিভার ক্লাব ও হালদা নদী রক্ষা কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। ল্যাবরেটরি মিলনায়তনে ল্যাবরেটরির কোার্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইডিএফের প্রধান নির্বাহী জহিরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অধ্যাপক আরিফ আনোয়ার খান, প্রভাষক শামছিল আরেফিন, ডিমসংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, রাউজান উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম এবং সাবেক কমিশনার রোকন উদ্দিনসহ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে বিএনপির মিছিল সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘সুফিবাদের চর্চা স্রষ্টার প্রেম লাভের পথ, উছুল-এ-সাবআ বিশ্বশান্তির জন্য অপরিহার্য’