সম্মাননা পেলেন ফাতেমা তুজ জোহরা

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১১:৪৩ পূর্বাহ্ণ

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। নজরুল গানের শিল্পী হিসেবে তিনি সমাদৃত। তার কণ্ঠে নজরুলসংগীত অনন্য হয়ে শ্রোতার হৃদয় ছুঁয়েছে কালে কালে। দীর্ঘদিন ধরে তিনি সংগীতচর্চা করে যাচ্ছেন। পেয়েছেন দেশবিদেশে কোটি শ্রোতার ভালোবাসা। পেয়েছেন অনেক সম্মাননা ও স্বীকৃতি। সেই ধারাবাহিকতায় তার অর্জনের মুকুটে যোগ হলো আরও এক সাফল্যের পালক। আলোচিত নারীকেন্দ্রিক মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ’এর বিশেষ সম্মাননা পেলেন প্রখ্যাত এই সংগীতশিল্পী। গেল ২৫ আগস্ট ধানমন্ডির ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘ওমেন বাংলাদেশ ঈদ ডেজার্ট কুইন’ মঞ্চে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে তাঁকে সম্মাননা জানানো হয়।

সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া রন্ধনশিল্পে বিশেষ অবদানের জন্য রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজকে সেদিন বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজসহ কালিনারী অঙ্গনের ২০০ শতাধিক রন্ধনশিল্পী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেইলি ওমেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বাবুল হৃদয়, যুগ্ম আহ্বায়ক হাসিনা আনছার, সদস্য সচিব সুমন চৌধুরী, অনুষ্ঠানের সভাপতি রেহানা পারভিন। আয়োজকদের পক্ষে সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সুমন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসেরাদের সেরা হতে চান শুভ
পরবর্তী নিবন্ধ‘১৯৭১ সেইসব দিন’ আগ্রহ বাড়ছে দর্শকদের