অপূর্ব-মেহজাবীন অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি মাত্র ৭৩ দিনে ইউটিউবে কোটি ভিউ অতিক্রম করেছে। এটি দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে এখন দ্বিতীয় নম্বরে রয়েছে। এ উপলক্ষে নাটকটির প্রযোজনা সংস্থা সিএমভি’র পক্ষ থেকে ইউটিউবের গোল্ডেন প্লে বাটনের আদলে জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীনকে দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট। খবর বাংলানিউজের।
গত রোববার ক্রেস্ট দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেস্ট পেয়ে মেহজাবীন বললেন, ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছিলাম আগেই। এবার সিএমভি থেকে গোল্ডেন বাটন পেয়ে গেলাম! খুব ভালো লাগছে। তবে বিশেষ এই আয়োজনে অসুস্থতার কারণে হাজির হতে পারেননি অপূর্ব। তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। মঞ্চে থাকা মেহজাবীনের হাতে ক্রেস্ট তুলে দেন সিএমভির প্রথান এসকে সাহেদ আলী, নির্মাতা শিহাব শাহীন ও আরিয়ান। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নির্মাতা রুবেল হাসান। অনুষ্ঠানে নাটকটির সঙ্গে জড়িত মোট ৪০জন সদস্যকে ক্রেস্ট দেওয়া হয়। চলতি বছরের ৬ আগস্ট ইউটিউবে প্রকাশ পায় ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। প্রকাশের পর বেশ সাড়া ফেলে নাটকটি। রাজীব আহমেদের চিত্রনাট্যে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ পরিচালনা করেছেন রুবেল হাসান।