শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখায় সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি সন্দ্বীপের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠানে তার হাতে উক্ত সম্মাননা স্মারক তুলে দেন সন্দ্বীপের এমপি মাহফুজুর রহমান মিতা।
শিক্ষার গুণগত মানোন্নয়নে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ২০১৩ সাল থেকে মাঠ পর্যায়ে যেসব কার্যক্রম পরিচালনা করছেন- ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রতিযোগিতা’, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাঙ্কন প্রতিযোগিতা’, ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা’, ২০১৮ সাল থেকে সন্দ্বীপ থেকে মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান এবং ২০১৮ সাল থেকে চট্টগ্রামে নিয়মিত কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা পরিচালনা করছেন। এ ছাড়া ২০১১ সালে তারই উদ্যোগে সন্দ্বীপে প্রথম বহুনির্বাচনী ভিত্তিক প্রতিযোগিতামূলক বৃত্তি কার্যক্রম শুরু হয় মাস্টার ছায়েদুল হক মেধাবৃত্তি কর্মসূচির ব্যানারে। প্রেস বিজ্ঞপ্তি।











