সম্ভাবনার দীপ্ত আলোয় আলোকিত হোক নতুন বছর

জান্নাতুল মাওয়া | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

নতুন বছর, যেন নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে জীবনের এক নব সূচনা। সময় যেন এক অনন্ত স্রোত, বয়ে যায় বেলা, শুরু হয় নতুন ভোর, নতুন বছর, নতুনের মিছিল নিয়ে। ২০২৫ আমাদের সামনে দাঁড়িয়ে, উজ্জ্বল আলোর মশাল হাতে। এই বছর যেন হয় নবজাগরণের, যেন হয় স্বপ্ন বুননের আর তাকে বাস্তবে রূপ দেওয়ার বছর।

বিগত বছরে আমরা কখনো সফল হয়েছি কখনো ব্যর্থ হয়েছি, কখনো আনন্দিত হয়েছি, কখনো হয়েছি হতাশ। চলার পথে অনেক ভুলত্রুটি করেছি। সময় এসেছে পুরনো ক্লান্তি, ব্যর্থতা আর হতাশার ভার ঝেড়ে ফেলার এবং ভুলত্রুটি শুধরে নিয়ে জীবনের নবসূচনা করার। নতুন বছরের প্রতিটি দিন যেন হয় আমাদের সৃষ্টির ক্যানভাস। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সুযোগ, প্রতিটি রাত্রি আত্মকথনের ক্ষণ। আমাদের উচিত, এই সুযোগের প্রতিটি মুহূর্তকে যথাযথ মূল্যায়ন করা এবং আত্নকথনের মাধ্যমে নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি নিজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

জীবন খুব ছোট, কিন্তু সম্ভাবনা বিশাল। যে বাধা আসে, তা পেরিয়ে যাওয়ার শক্তি আমাদের মধ্যে নিহিত। যে স্বপ্নগুলো অপূর্ণ, তারা আমাদের অপেক্ষায়, আমাদের একটুখানি সাহস আর অধ্যবসায়ের জন্য। আমাদের বিশ্বাস আর চেষ্টা হতে হবে তুমুল ঝড়ের মাঝেও নোঙরের মতো দৃঢ়। নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে, আমাদের প্রতিটি ছোট ছোট পদক্ষেপ একদিন পাহাড় সম সাফল্যের সামনে আমাদের দাঁড় করাতে পারে। নতুন বছর মানেই নতুম স্বপ্ন, নতুন উদ্যম, পরিবর্তন আর উন্নতির হাতছানি। নবরূপে সমাজরাষ্ট্র সজ্জিত করার, জীবনকে আলোকিত করার এক অনন্য সুযোগ। আমরা সবাই ২০২৫কে রাঙাই ভালোবাসা, আশা আর অদম্য চেষ্টার রঙে। নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখশান্তি, সমৃদ্ধির সুবাতাস আর খুলে দিক অগ্রগতির প্রশস্ত পথ।

পূর্ববর্তী নিবন্ধমায়াবী মন
পরবর্তী নিবন্ধসরকার পরিবর্তন ও মানসিকতার পরিবর্তন