‘আগামীর ক্রিকেটারের খোঁজে চট্টগ্রাম বিভাগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পর্বের বাছাই কার্যক্রম গতকাল ১৯ মার্চ শুরু হয়েছে। এর আগে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ১৫ থেকে ১৭ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড় বাছাই কার্যক্রম গত ৬ মার্চ থেকে শুরু হয়। সম্ভাবনাময় ও প্রতিভাবান নতুন ক্রিকেটার অন্বেষণ করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় পযর্ায়ের ক্রিকেট খেলোয়াড় তৈরির পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থা এ পদক্ষেপ নিয়েছে। গতকাল সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলন মাঠে বাছাই কার্যক্রমে চট্টগ্রাম শহর এবং বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বাছাই কার্যক্রম পরিচালনা করেন সাবেক খেলোয়াড় ফজলে বারী খান রুবেল, মাসুম উদ–দৌলা, বিভাগীয় কোচ মোমিনুল হক, জেলা কোচ মাহবুবুল করিম। এর আগে সকালে বাছাই কার্যক্রম উদ্বোধন করেন বিসিবি পরিচালক এবং চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক আ জ ম নাছির উদ্দীন। এই সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, সমন্বয়কারী শওকত হোসাইন, বিসিবি কর্মকর্তা মো. জাহিদ রেজা এবং সাইফুল আলম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং বয়স ভিত্তিক ক্রিকেট উন্নয়নে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, অচিরেই বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন এবং ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং প্রতি বছর এই বাছাই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।