সম্প্রীতি হোক মানুষে মানুষে

মোঃ ফারুক | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

অতীতে দেখা যেত প্রতিবেশী কেউ সামান্য অসুস্থ হলেও পার্শবর্তী প্রতিবেশীরা দেখতে যেত, সেবা শুশ্রুষা করত। কেউ বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসত। কিন্তু বর্তমানে সময়ের সাথে মানুষের মধ্যেও পরিবর্তন এসেছে। বর্তমানে মানুষের মধ্যে আগের মতো সেই আন্তরিকতা নেই। এখন, কোনো মানুষের অসুস্থতা তো দূরে থাক, এমনকি রাস্তায় দুর্ঘটনায় পতিত হলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসে না। আবার সমাজের লোকেরা মুখে মুখে সবার আপন দেখায় কিন্তু বাস্তবতা তখনই প্রকাশিত হয় যখন কেউ বিপদে পড়ে।

সুখের সময় মানুষের অভাব হয়না, অথচ দুঃখ কষ্টের সময় সহযোগিতার হাত বাড়াবে এমন মানুষের খোঁজ পাওয়া দুষ্কর।

আমরা জানি, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কোনো না কোনো ভাবে অন্যজনের ওপর নির্ভরশীল হতে হয়। তাই আমাদের উচিত প্রতিবেশীর সুখেদুঃখে পাশে থাকা, তাদের সাহায্যসহযোগিতায় এগিয়ে আসা। তবেই মানুষে মানুষে বাড়বে সম্প্রীতি এবং আমাদের সমাজ তথা দেশ হবে সুন্দর।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট হাসপাতালে চিকিৎসা বাণিজ্য বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমের দেওয়ালে লেখা এক নিঃশব্দ জীবনের দীর্ঘশ্বাস ‘মা’