সম্প্রীতি সমাবেশে হাতাহাতি

নগর আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান-উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মামুন গ্রুপের সাথে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিন গ্রুপের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় কিছু সময়ের জন্য আলোচনা সভা বন্ধ হয়ে যায়। পরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল আন্দরকিল্লা চত্বরে মহানগর আওয়ামী লীগ এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।
জানা গেছে, সমাবেশ শুরুর কিছুক্ষণ পর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা তার নামে স্লোগান দিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়। এর কিছুক্ষণ পর সাবেক ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুনের নামে তার অনুসারীরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে প্রবেশ করে। তারা মঞ্চের দিকে যেতে চাইলে দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন এবং আবু মোহাম্মদ মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধআমরা কেন জিম্মি হব আমাদের কী দোষ
পরবর্তী নিবন্ধলঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব মালিকদের