সম্প্রীতি রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে

চন্দ্রনাথ ধাম পরিদর্শনে ডিসি চন্দ্রনাথ ধাম নিয়ে গুজবে কান দেবেন না : পুলিশ সুপার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, চন্দ্রনাথ মহাতীর্থ রক্ষায় যা যা কিছু করণীয় সব কিছুই করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন ও স্রাইন কমিটি এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা প্রশাসন কাজ করবো, আর সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তা হবে না। সবাই মিলে একযোগে কাজ করতে হবে। সবাই মিলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। গতকাল বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড মহাতীর্থ চন্দ্রনাথ ধাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, এডিশনাল এসপি মো. লাবিব আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান, চন্দ্রনাথ ধাম স্রাইন কমিটির সহসম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সিকান্দার হোসাইন, সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ প্রমুখ। অপরদিকে চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, গত শিব চতুর্দশী মেলা অতীতের সব মেলা থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকলেই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা অতীতেও চন্দ্রনাথ মহাতীর্থ দামকে নিয়ে অনুষ্ঠান গুলোতে খুবই আন্তরিকতা সাথে কাজ করেছি। চন্দ্রনাথ দাম কে নিয়ে সামাজিক মাধ্যমে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

একটি মহলের সুনির্দিষ্ট ইন্দন রয়েছে বলে আমরা মনে করছি। বিদেশে বসে তারা উস্কানিমূলক পোস্ট দিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এসব বিষয়ে আমাদের গোয়েন্দা বিভাগগুলো কাজ করছে। এই ধরনের গুজব কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য আহ্বান জানাচ্ছি। চন্দ্রনাথ দাম নিয়ে গুজবে কেউ কান দেবেন না।

পূর্ববর্তী নিবন্ধশিলপাটা দিয়ে স্ত্রীকে হত্যা করা সেই স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউচ্ছেদের পর আবার পূর্বের আদলে