সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের মূল উদ্দেশ্য

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়ে ছাত্র প্রতিনিধিরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় সভা গত বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাহমুদুল হাসান। বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, শিক্ষক আনন্দ বড়ুয়া, মো. ইব্রাহীম, মোরশেদ আলম, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ফরহাদ হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সম্পর্কে সভায় আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুলতানুল আরেফিন, জয়নুল আবেদীন ফাহিম, নাফিজা খানম, শিহাব হাসান চৌধুরী, মো. জুনায়দুল ইসলাম প্রমুখ।

ছাত্র প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা কেউ সমন্বয়ক নই, আমরা ছাত্রপ্রতিনিধি। কিন্তু কেউ এসে যদি বলে আমি সমন্বয়ক, তাহলে এটি মানবেন না। উপজেলায় সমন্বয়ক নেই। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ইউএনওর মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আমরা কার্যক্রম চালাবো। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সমাজ সচেতন কার্যক্রমে ছাত্রদের অন্তর্ভুক্ত করতে হবে। তারা বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। সবাই বাংলাদেশি, বাঙালিএটাই হোক মূল প্রতিপাদ্য। জবাবদিহিতামূলক বাংলাদেশ চাই। সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের মূল উদ্দেশ্য।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই
পরবর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক