আল্লামা রুমি সোসাইটি’র ৩৪৮ তম মাসিক আলোচনা সভা ও সেমিনার লালখান বাজার সংলগ্ন রুহ আফজা কুটিরে সোসাইটির মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদ্দৌল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে ভক্তিবাদের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক নীলুফার শামসুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ–ভারত আর্টস এন্ড কালচারাল এ্যালায়েন্স’র চেয়ারম্যান লায়ন হায়দার আলী চৌধুরী। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম একরাম হোসেন। উপস্থিত ছিলেন নোমান উল্লাহ বাহার, আতিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, শান্তি প্রতিষ্ঠা, আন্ত:ধর্মীয় সম্প্রীতিময় সমাজ গঠনে সুফিবাদ অনন্য পন্থা। আলোকময় জীবনপ্রবাহ নিশ্চিতে আধ্যাত্মিকতার সুনিপুণ চর্চা প্রয়োজন। আল্লামা রুমি সোসাইটি এতদঞ্চলে জ্ঞানভিত্তিক পরিবেশ, সুফিবাদের লালন, অসাম্প্রদায়িক সমাজ গঠনে প্রয়াস চালিয়ে যাচ্ছে যা অবিস্মরণীয়। প্রেস বিজ্ঞপ্তি।