এখনও কোনো কোনো সম্পর্ক বেঁচে আছে,
এখনও হৃদয় পুড়ে, হৃদয় জুড়ে আছে
সেসব সম্পর্কের মানুষেরা ।
যারা একদা হৃদপিণ্ডের শব্দ শুনতে পেতো
তারা হয়তো এখন আর সে শব্দ শুনতে পায় না।
হৃদপিণ্ডের শব্দ শোনার যে গহীন গভীর সম্পর্কের
বিস্তীর্ণ জালিকা ছিলো তা এখন ছিঁড়ে গেছে।
কিন্তু সম্পর্কগুলো বেঁচে আছে ঐ দূর আকাশের নক্ষত্রের মতো।
দূর হতে জ্বলজ্বল, সম্পর্কগুলোও তেমন
মনে হয়, আছি আমরা পৃথিবীর ভালোবাসাময় আঁচল তলে।
সম্পর্কের নামগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বলে
বোন, ভাই, স্বামী, সন্তান!
সম্পর্কগুলো এখন উদাসীন তবে পবিত্র
সম্পর্কগুলোয় আগাছা জন্মেছে
সম্পর্কেরা ফলবান বৃক্ষ চিনে না, আগাছায় জল দেয়!