সম্পর্ক সুন্দর থাকলে কাজ করতে আরাম হয়

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার তরুণ তুর্কি সিয়াম আহমেদ। অন্যদের চেয়ে সিনেমার লাইনআপে তিনি আছেন বিস্তর এগিয়ে। বর্তমানে তার হাতে প্রায় এক ডজন সিনেমা রয়েছে। এর মধ্যে কয়েকটির কাজ শেষ, বাকিগুলো চলমান। এমন ব্যস্ততার মাঝেই সিয়াম অভিনয় করলেন একটি ওয়েব সিরিজে। নাম ‘মরীচিকা’। পরিচালনা করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, ফারজানা রিক্তা প্রমুখ। গতকাল সোমবার এটি মুক্তি পাচ্ছে নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।
‘মরীচিকা’ মুক্তির প্রাক্কালে ঢাকা পোস্ট যোগাযোগ করে অভিনেতা সিয়ামের সঙ্গে। জানতে চায়, এত ব্যস্ততার মাঝেও ওয়েব সিরিজে কাজ করলেন কেন? জবাবে সিয়াম বলেন, প্রথম কারণ হলো সিরিজটির গল্প। এখানে যেই চরিত্রে অভিনয় করেছি, এমন চরিত্রে আগে কাজ করিনি। দ্বিতীয় কারণ হলো নির্মাতা। শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। তিনি যদি আমার ওপর বিশ্বাস রাখেন, কোনো চরিত্রের জন্য যোগ্য মনে করে ডাকেন, তাহলে কাজটি আমার করা উচিৎ বলে মনে করি।’
সিনেমার প্রসঙ্গ টেনে সিয়াম বলেন, সিনেমা সিনেমার গতিতে চলবে। আর বিশ্বজুড়ে এখন ওটিটি কনটেন্টের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা সবাই জানেন, এটাকে তো উপেক্ষা করার সুযোগ নেই। লকডাউনের কারণে অনেক দিন ধরে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না। বেশ কিছু সিনেমা জমে আছে, যেগুলো প্রেক্ষাগৃহ ছাড়া মুক্তি দেওয়া সম্ভব নয়। সেদিক থেকে দর্শকদের নতুন কিছু দেওয়া হচ্ছিল না অনেক দিন থেকে। এই বিষয়টা ভেবে কাজটি করা। ট্রেলার প্রকাশের পরই ‘মরীচিকা’ সিরিজটি নিয়ে দর্শকদের মনে আগ্রহ বেড়ে যায়। মুক্তির পর কেমন সাড়া পাবে তা নিয়ে সিয়ামের প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়। তার ভাষ্য, প্রত্যাশা তো অবশ্যই ভালো। ট্রেলার দেখার পর দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, সেটাতে খুশি। তবে পুরো কনটেন্টটা দেখার পর কেমন প্রতিক্রিয়া দেবেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সবাই অনেক কষ্ট করে কাজটিকে পূর্ণতা দিয়েছি। সেটা যদি দর্শকদের মনে একটুও ভালোলাগা তৈরি করতে পারে, সেটাই আমাদের সাফল্য। এই ওয়েব সিরিজ ইস্যুতে সমপ্রতি একটি সাক্ষাৎকারে আফরান নিশোর প্রশংসা করেন সিয়াম। তিনি বলেছেন, দানবের বিনাশ থাকুক বা না থাকুক, আফরান নিশোর বিনাশ নেই। কী অসাধারণ অভিনেতা তিনি!

পূর্ববর্তী নিবন্ধসাব্বির নাসিরের ‘আমি করি তোমার আশা’
পরবর্তী নিবন্ধস্ত্রীকে খুঁজে পেতে বাটি চালান!