সম্পর্ক নিয়ে অকপট জয়া ভুল বোঝাবুঝি তো থাকবেই

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

প্রিয়জনের ভালোমন্দ দুই সময়েই পাশে থাকতে চান জয়া। তিনি বললেন, আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি এবং করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনও মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনও মানুষের ভালো সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস। প্রশ্ন আসতে পারে, সম্পর্ক নিয়ে আচমকা এত আলাপ করছেন কেন জয়া? কারণ তার নতুন যে ছবিটি মুক্তি পাচ্ছে, সেটির গল্প সম্পর্ক আর দাম্পত্য ঘিরেই। নাম ‘অর্ধাঙ্গিনী’।

কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। তাই কলকাতায় অবস্থান করছেন জয়া। আর অংশ নিচ্ছেন প্রচারণায়, বিভিন্ন সাক্ষাৎকারে। সেই সুবাদেই তার দিকে ছুটে আসছে সম্পর্ককেন্দ্রিক প্রশ্নমালা। যুগের সঙ্গে স্বামীস্ত্রীর সম্পর্কে কতখানি পরিবর্তন এসেছে? এমন প্রশ্নের বিপরীতে জয়ার উত্তর, বর্তমানে আমরা স্বামীস্ত্রীদের মধ্যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী প্রকাশ্যে বলেন বলেই আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন।

পূর্ববর্তী নিবন্ধজুনে প্রকাশ হবে প্রতীকের ‘বাক্সবন্দি’
পরবর্তী নিবন্ধনাটক ‘কাছের মানুষ’