ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশীর মত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেছেন, ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। সম্পর্ক তিক্ততার হবে কিনা তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে। বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
সারজিস আলম বলেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। এখানে নেমেই যা দেখেছি, তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে শুধু নামের কারণেই বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। ১৬ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। ছাত্র আন্দোলনে রাজশাহী, রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে; যার কারণে আমাদের দায়বদ্ধতাও রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ মন্তব্য করে ‘জুলাই ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক বলেন, ভারতের কিছু ‘মেরুদণ্ডহীন’ মিডিয়া সামপ্রদায়িক প্রোপাগাণ্ডা চালাচ্ছে, সামপ্রদায়িক উসকানি দিচ্ছে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে। ১৬ বছরের ফ্যাসিস্ট সিস্টেম ভাঙতে হচ্ছে। তারপর নিয়োগ এবং রান করতে হচ্ছে। বেছে বেছে খোঁজ নেওয়া হচ্ছে ফ্যাসিস্টদের। আগামীতে বগুড়ায় জুলাই ফাউন্ডেশনের বড় অনুষ্ঠান হবে বলে ঘোষণা দেন সারজিস আলম।