সম্পর্কের সৌন্দর্য

খালেদা লিপি | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

পৃথিবীতে কোন সম্পর্কেরই কোনো গ্যারান্টি নেই। মাবাবার সাথেও সন্তানের মনোমালিন্য হয়। ভাইবোন ছোট থাকতে আদর মমতার যে সম্পর্ক থাকে বড় হতে হতে অনেকের বেলায় তা তিক্ততায় পরিণত হয়। বোনেরা স্বাবলম্বী হলে ছোট ভাইবোনদের গড়ে তুলতে সহায়তা করলেও অনেক সময় তা উলুবনে মুক্তা ছড়ানোর মতো। দাদা বাড়ি, নানা বাড়ির মানুষগুলোর সাথেও এক সময় যোজন যোজন দূরত্ব তৈরি হয়। নিজের সংসার, স্বামী, সন্তানদের জন্য জীবনের এক তৃতীয়াংশ সময় ব্যয় করলেও মমতা মাখানো সম্পকের্র হিসেব করতে গেলো সম্পর্কের ঘ্রাণ কতোখানি পাওয়া যায় তা বোধগম্য থাকে না। বন্ধু বান্ধবের সাথে তখনই সুসম্পর্ক থাকে যখন অর্থনৈতিক ভাবে সমকক্ষ থাকা যায়। আবার কোন কোন বন্ধুবান্ধব আছে যারা খুব হৈহুল্লোড় করতে পছন্দ করে তাদের সাথেও সবসময় যোগসাজশ রাখা যায় না। সবার মনমানসিকতা তো এক নয়। আবার এমন অনেক বন্ধুবান্ধব আছে যারা বিপদে সাহায্য করবে দূরের কথা সমস্যা কথা শুনলে নিজের সমস্যা শুনিয়ে দূরে চলে যায়। আসলে সম্পর্ক নিয়ে লেখার উদ্দেশ্য হলো, এই পৃথিবী কয়দিনের? মানব জীবন কয়দিনের? আমরা সুস্থতায় বেঁচে থাকি কয়দিন? এসব প্রশ্ন যদি সব মানুষের মনে উদয় হতো তাহলে পৃথিবীতে এতো ধ্বংস, যুদ্ধ হতো না। পৃথিবী হতো মমতায় তৈরি ফুলের বাগানের মতো সুবাসিত, সুন্দর, কোমল। আমরা কেন পারিনা মানুষের সাথে মানুষের মমত্ব তৈরি করতে! অথচ মানুষ নিজেরাই নিজেদের বলে, সৃষ্টির সেরা জীব মানুষ।

পূর্ববর্তী নিবন্ধআমার বলার আছে
পরবর্তী নিবন্ধআমাকে ঘুরে দাঁড়াতেই হবে