সম্পর্কের বিচ্ছেদ কখনোই কাম্য নয়

মিতা পোদ্দার | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো নাম হয় না। আবার কিছু সম্পর্ক আছে যেগুলো শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ। তাই আপনাদের সামনে তুলে ধরব সম্পর্ক নিয়ে কিছু কথা ও বাস্তব উদাহরণ। যেগুলো আমাদের প্রতিদিনের জীবনের সাথে মিলে যায়।

সম্পর্ক তৈরি হয় ভালোবাসা ও স্নেহের মাধ্যমে আবার সেই সম্পর্ক কখনো কখনো নষ্ট হয়ে যায় একটু ভুলের কারণে। সম্পর্ক হল এমন একটি জিনিস যা দুই ব্যক্তির মাঝে গড়ে ওঠে, অথবা কোন দুই গোষ্ঠী বা একাধিক সংস্থার সাথে বিদ্যমান হয়। সম্পর্কের মাধ্যমে সুখ, আনন্দ, আদর, বিশ্বাস, সাহায্য, সহায়তা, ভরসা, আর্থিক সহায়তা, বন্ধুত্ব সবকিছু তৈরি হয়।

সম্পর্ক মধুর হয় ভালোবাসার মাধ্যমে আবার সেই সম্পর্ক নষ্ট হয় ভুল বোঝাবুঝির কারণে, মানুষের আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় সেটি মূলত আসল সম্পর্ক। আবার কিছু সম্পর্ক তৈরি হয় যেগুলো শুধু চাওয়া পাওয়ার মধ্য সীমাবদ্ধতা থাকে অর্থাৎ আপনার চাওয়া পাওয়া শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যায়।পারিবারিক সম্পর্ক হল একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এটি আমাদের জীবনের সবচেয়ে বড় এবং কাছের সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে আমরা পরিবারের সদস্যদের সাথে সুখদুঃখ আনন্দ সফলতা সবকিছু ভাগ করি। পরিবারের সবার সাথে মিলেমিশে থাকা সুন্দর করে কথা বলা সবার জন্য সময় বের করা এবং নিয়ম নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ। একটি আদর্শ পরিবার গড়তে হলে আপনাকে অবশ্যই পরিবারকে সময় দিতে হবে এবং সবার গতিবিধি লক্ষ্য করতে হবে। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হল সম্পর্ক বিচ্ছেদ হওয়া। একটা সম্পর্ক তিলে তিলে গড়ে ওঠে আর সেই সম্পর্ক মুহূর্তের মধ্যে ভেঙে যায় এর চেয়ে কষ্টের আর কিছু নেই। তাইতো সম্পর্ক বিচ্ছেদের চেয়ে কষ্টের কিছু পৃথিবীতে আজও আছে কিনা বলা সম্ভব নয়। পেয়ে হারানোর চেয়ে না পাওয়াই উত্তম। আমাদের মধ্যেও অনেক সময় দেখা যায় সামান্য ভুলের কারণে শেষ পর্যন্ত সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে সবচেয়ে বেশি সম্পর্ক বিচ্ছেদ হয় ভালোবাসার মানুষের সাথে। হয়তোবা কোন নির্দিষ্ট কারণে বা অবহেলার জন্য। সম্পর্ক বিচ্ছেদ হয় ভুল ধারণা থেকে, যা পারিবারিক জীবনে ও মানুষের চলার পথে কষ্ট বয়ে আনে। কখনো কখনো মনের ইগো থেকে ভালোবাসার মানুষের প্রতি ঘৃণা তৈরি হয় আর সেই ঘৃণা থেকেই বিচ্ছেদে রূপ নেয়। কিছু সময় আছে যখন রক্তের সম্পর্ক শেষ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু সম্পর্কের কথা শোনা যায় যেগুলো সম্পর্ক টাকার জন্য ও নারীর জন্য রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে রক্তের সম্পর্ক হল এমন একটি সম্পর্ক যেটা কখনো বিচ্ছেদ হওয়ার নয়। কিন্তু বর্তমান সময়ে এই সম্পর্কটাও টিকিয়ে রাখা অনেক কষ্টসাধ্য।কিছু সময় আছে যখন রক্তের সম্পর্ক শেষ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু সম্পর্কের কথা শোনা যায় যেগুলো সম্পর্ক টাকার জন্য ও নারীর জন্য রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে রক্তের সম্পর্ক হল এমন একটি সম্পর্ক যেটা কখনো বিচ্ছেদ হওয়ার নয়। কিন্তু বর্তমান সময়ে এই সম্পর্কটাও টিকিয়ে রাখা অনেক কষ্টসাধ্য। সম্পর্কের বিচ্ছেদ কখনোই কাম্য নয়।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে ওয়াসা ও সিটি কর্পোরেশনের কাজের সমন্বয় করা হোক
পরবর্তী নিবন্ধমায়ার বন্ধনে বাঁধি, ভালোবেসে বাঁচি