সম্পদের সুষম বন্টন হলে দারিদ্র্যের গ্লানি মুছে যেত

বিশেষ বিতর্ক অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

‘সবার জন্য সমতা’ এই শ্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ উপলক্ষে গত ১১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইপসা ও দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রাক্তন বিতার্কিক সাইফ চৌধুরী। পর্যবেক্ষক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন মুন্না, প্রাক্তন বিতার্কিক ফেরদৌস আরা, শিক্ষক জয়শ্রী দাশ, উদ্যোক্তা কাজী আরফাত ও রবিউল হোসেন চৌধুরী। ছায়া জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক প্রিয়ম দাশ ও উপ মহাসচিব ছিলেন সুমাইয়া ইসলাম।
বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার ও ইপসার সমন্বয়ক মোহাম্মদ আলী শাহিন। দৃষ্টির সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এই আয়োজনে আরো বক্তব্য দেন, দৃষ্টির সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সাধারণ সম্পাদক সাবের শাহ ও অর্থসম্পাদক মুন্না মজুমদার। বক্তারা বলেন, পৃথিবীর সব মানুষের মধ্যে সম্পদের সুষম বন্টন সম্ভব হলে তাহলে পৃথিবী থেকে দারিদ্র্যের গ্লানি মুছে ফেলা যেত। অধিবেশনে শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন চবির অ্লারিফুল ইসলাম আসিফ। একই বিশ্ববিদ্যালয়ের হাসিব খান অসাধারণ প্রতিনিধি এবং দৃষ্টির সাখাওয়াত হোসেন মজুমদার বিশেষ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর শামিমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাস উল্টে চালকের সহকারী নিহত