মহেশখালীর মাতারবাড়িতে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা ধারালো দা দিয়ে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে জেঠাতো ভাইকে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত ৮ টায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের কচুতলা এলাকায়। নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৫১)। তিনি উক্ত গ্রামের আহমদ মিয়ার পুত্র।
মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের আইসি এসআই সুমিত বড়ুয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট কচুতলা গ্রামের আহমদ মিয়ার পুত্র নিহত শামসুল আলমের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদেরই জেঠাতো ভাই উলা মিয়ার পুত্র ইসহাক মিয়া ও ইয়াকুব নবীর সাথে পূর্ব শত্রুতা ও বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে পরস্পরের মধ্যে জায়গা জমির কাগজপত্র দেখা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ইসহাক মিয়া ও আব্দুল নবীর পক্ষ শামসুল আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে এবং শরীর থেকে পা বিচ্ছিন্ন করে ফেলে। তাৎক্ষণিকভাবে শামসুল আলমকে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, মাতারবাড়িতে চাচাতো ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে একজনকে কুপিয়ে হত্যা করার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।












