সম্পত্তির লোভে বাবাকে হত্যা, দায় স্বীকার করে ছেলের জবানবন্দি

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে সম্পত্তির লোভে বাবাকে অপহরণ করার পর ওষুধ খাইয়ে অজ্ঞান করার পর গলায় গামছা পেচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মোঃ আনোয়ার নামের এক ব্যক্তি।

রবিবার (২ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

জবানবন্দি দেওয়া আসামির নাম মো. আনোয়ার (৪০)। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার মীর মজিবুর রহমান খানের ছেলে।

সম্পত্তির লোভে বাবা মীর মজিবুর রহমান খানকে (৭০) হত্যা করে লাশ গুম করেন। এর আগে গতকাল শনিবার বিকেলে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা হত্যার দায় স্বীকার করেন আনোয়ার।

বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, বাবাকে হত্যার পর আনোয়ার বাবার লাশ গুম করেন। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা রজু করা হয়। যার মামলা নং – ০৭।

এরপর ছায়া তদন্ত করে পিবিআই বুঝতে পারে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পরিত্যক্ত ভবনে অটোরিকশা চালকের লাশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা