সম্পত্তির ভাগ না পেয়ে কোপালেন মা ভাই বোনকে

থানায় মামলা, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

পৈত্রিক সম্পত্তির ভাগ না পেয়ে ক্ষুব্ধ সন্তান মো. ইসমাইল ও তার স্ত্রী আছমা খাতুন এলোপাতাড়ি পিটিয়ে ও কোপিয়ে আহত করে নিজের মা, ভাই, বোন ও ভাইয়ের স্ত্রীকে। গত ২৬ মার্চ সকাল সাড়ে আটটার সময় ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া, রুহুল আমিন চেয়ারম্যান গলির, খয়রাতি মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মা নুরজাহান বেগম (৭৫), তার ছোট ছেলে মোঃ ইকবাল (৩৫), মেয়ে দিলোয়ারা বেগম (৪৩) এবং ছোট ছেলের স্ত্রী রাব্বী বেগম (৩৩)। এদের মধ্যে নুরজাহান বেগম ব্যতীত বাকি তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, এ ঘটনায় মেজ ছেলে মো. ইসমাইল ও তার স্ত্রী আছমা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন মা নুরজাহান বেগম। পুলিশ দ্বিতীয় আসামী আছমা বেগমকে গ্রেপ্তার করেছে। প্রথম আসামী ইসমাইলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধকথিত বামদের ওপর ভর করেছে বিএনপি-জামায়াত
পরবর্তী নিবন্ধরমজানে কৃত্রিম মূল্যবৃদ্ধির অপচেষ্টা চালালে কঠোর শাস্তি : মেয়র