সমৃদ্ধ সীতাকুণ্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে আসলাম চৌধুরী

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ দুর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুণ্ডের সকল প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুণ্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

গতকাল শনিবার সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের প্রাক্কালে তিনি এসব কথাগুলো বলেন।

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় সেবা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫বি ৪ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, জাকের হোসেন, মোরসালিন প্রমূখ।

এ স্বাস্থ্য সেবা কার্যক্রমে চট্টগ্রামের নামকরা ৮০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২ হাজার মানুষকে সেবা প্রদান করেছেন। সেবাদানকারী চিকিৎকরা হলেন ডা. ইব্রাহিম চৌধুরী, ডা. আনিসুল আউয়াল, ডা. জুনায়েদ মাহমুদ খান, ডা. আনিসুল হোসেন লিটন, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ডা. হাবিবুর রহমান, ডা. কামরুল হাসান লোহানি, ডা. শাখাওয়াত নাসির, ডা. তৌহিদুর রহমান, ডা. মঞ্জুরুল কাদের, ডা. মোস্তফা নুর মহসিন, ডা. শফিউল হায়দার রুশ্নি, ডা. মোহাম্মদ হোসন ভুইয়া, ডা. মো. এস খালেদ, ডা. কাজী শামীম আল মামুন, ডা. মো শাহীন, ডা. শাহেদ ইকবাল সানী, ডা. শাকির, ডা. মোনায়েম, ডা. সামিউল, ডা. রাকিবুল হাসান তান্নাসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, ইউএসটি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজের অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। পুরো হেলথ ক্যাম্পের চিকিৎসকদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় খাল পরিদর্শনে ইসরাফিল খসরু
পরবর্তী নিবন্ধজেলা দল গঠনকল্পে পুরুষ ও নারী কাবাডি খেলোয়াড়দের জ্ঞাতার্থে