সমৃদ্ধ ভালোবাসা

দুলাল বড়ুয়া | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ভালোবাসার স্বপ্নীল ছোঁয়ায়,
মন এঁকে দেয় রঙিন আভায়;
ভালোবাসা ঘুরে বেড়ায়,
প্রজাপতির রঙ বেরঙের ডানায়-ডানায়।

স্বপ্নপুরীর কোল ঘেষে দাঁড়ায়,
ভালোবাসার অমৃত ভাবনায়;
শ্বেত-শুভ্র নিস্পাপ চেহারায়,
অস্পরীরা মোহময় আকাঙ্ক্ষায়।

ইন্দ্রের অস্পরী কিংবা দেবতায়

স্বর্গীয় উদ্যানে খোঁজে চিত্ত কর্ষণের উপায়;
তিলে-তিলে সযতনে মনোমন্দিরের গুহায়,
ভালোবাসার পুষ্প ফোটায়।

অস্পরীর গাঁথা পুস্প-মালায়,
মোহ-মায়ায় ভরা ভালোবাসায়;
ভালোবাসার রঙিন সুতোয়,
কল্পে-কল্পে মন ঘুরে বেড়ায়।

কল্পিত চিত্তে আঁকা আল্পনায়,
হৃদয় থেকে হৃদয়ের মণিকোঠায়;
জেগে ওঠে অকৃত্রিম কামনায়,
মহাসাগর সম সমৃদ্ধ চিরসবুজ ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধসমগ্র পৃথিবীতে খণ্ড প্রলয় ‘করোনাভাইরাস’ আজ মৃত্যুতে পরিণত করেছে
পরবর্তী নিবন্ধসুরুচির নিদারুণ সঙ্কট চারিদিকে!