সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের জয়যাত্রা র‌্যালি

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বান্দরবানে তারুণ্যের জয়যাত্রা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় ছাত্র সমাজের আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, সকলের সাথে একাত্মতা পোষণ করে একটি সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণ, সম্প্রীতির বান্দরবানে সকলের মাঝে পূর্বের মত সোহার্দ্য সম্পর্ক বজায়, সকল শ্রেণিপেশার মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনা, কর্মবিরতিতে যাওয়া পুলিশকে তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে উৎসাহিত করা, বিভিন্ন সরকারি দপ্তর কিংবা প্রতিষ্ঠানকে অভয় দিয়ে তাদের কাজকে সচল রাখাতে সহযোগিতা প্রদান, বাজারে নিত্য প্রয়োজনীয় মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সমাজকে উৎসাহিত করা ও সুন্দরসুখী বান্দরবান সকলের মাঝে উপহার দিতে ছাত্র সমাজের এ র‌্যালি অনুষ্ঠিত হয় বলে জানানো হয়। র‌্যালিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে আহ্বান জানায় ছাত্র সমাজ। পরে সমবেত ছাত্র সমাজ তিন ভাগে বিভক্ত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ও মানবিক সংগঠনের আব্বু বক্কর, বিশ্বজিৎ দাশ বাপ্পা, শাওন বড়ুয়া, ফায়ার ভলেন্টিয়ার মো. ইসমাইল, ইয়ুথ নেট গ্লোভাল হাবিব আল মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে উপজেলা জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রম শুরু