হাটহাজারীতে ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। শরীর সুস্থ রাখতে প্রতিটি মানুষকে প্রতিদিন পরিমিত পরিমাণ ফল খেতে হবে। যদি প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফলের বাগান সৃষ্টি করা যায় তাহলে বাজারের ফলের উপর নির্ভরতা কমে আসবে। নিজস্ব গাছের ফল মুলের মাধ্যমে শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা যাবে। গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজিত ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খান, মহিলা বিষয় কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। পূরবী রানী সিংহের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকতা মোহাম্মদ হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ–সহকারী কৃষি কর্মকতা প্রমুখ। ফল মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ফল পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার বলেন, জাতীয়ভাবে ফল মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা বাস্তবায়নে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রত্যেক উপজেলায় এই ফল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২৩ রকমের দেশী ফল ও ৩৮ প্রকারের ফল প্রদর্শন করা হয়।