সমৃদ্ধ দেশ গড়তে যুব সমাজের ভূমিকা অপরিহার্য

কোরবানীগঞ্জে আলোচনা সভায় হাসনী

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে কোরবানীগঞ্জ সাহেব পুকুর লেন যুব কমিটির উদ্যোগে শীতার্ত মানুষদের জন্য কম্বল, এলাকার ছেলেদের মাঝে ক্রীড়া সামগ্রী ও উপস্থিত সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এউপলক্ষে এক আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর স্থানীয় ডেকোরেটার্স চত্বরে সংগঠনের সভাপতি ইয়াছিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান সাবেক কমিশনার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক মো. খোরশেদ আলম, শ্যামল নাথ, আসান উল্লাহ আমান, এম.এ সবুর, আবুল কালাম, মো. ইকবাল, আবদুল হান্নান, লেদু মুন্সি, অমল সেন, মো. আবছার, হাসান মুরাদ, আবু বক্কর, শুকলাল দে, ডালিম দাশ, রেজোয়ান খান রনি, সালাউদ্দিন সুমন। এতে চৌধুরী হাসান মাহমুদ হাসনী যুবকদের উদ্দেশে বলেন, যুবকরাই দেশের প্রাণশক্তি।
১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজেরও অবদান রয়েছে। তিনি বলেন, সমৃদ্ধ দেশ গড়তে যুব সমাজের ভূমিকা অপরিহার্য।
এতে বক্তব্য রাখেন মো. শাহাজাহান, মো. ওয়াসিম, আসিফ হাসান, মামুন, রাজিব বনিক, মো. দিদার, মো. কাইসার মিয়া, আরশে আজিম আরিফ, মো. আশফাক, ইমতিয়াজ হিরো, মো. বাদন, মো. আমজাদ, মো. জনি, রাহুল দাশ, সুমন ঘোষ, মো. আমজাদ, মো. মুন্না, মো. মহসীন, মো. বাহাদুর, মো. হোসেন, মো. ফারুক, সজীব রায়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত জহিরুলের পাশে প্রবাসী ফোরাম
পরবর্তী নিবন্ধ৯ মাদক সেবীসহ ১১ জন কারাগারে