সমৃদ্ধ গ্রন্থাগার জাতির উন্নতির সোপান

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পালিত হলো ৬ষ্ঠ ‘জাতীয় গ্রন্থাগার দিবস। গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বেসরকারি পেশাজীবী, শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় আলোচনা সভা ও র‌্যালি।

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মোহাম্মদ হারুনঅররশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি পাঠাভ্যাস বৃদ্ধিতে জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সরকারের প্রদত্ত সাম্প্রতিক কর্মসূচি বিষয়ে সচেতনতা সৃষ্টির আহবান জানান। সভায় স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গ্রন্থাগার পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন।

চবি জাতীয় গ্রন্থাগার : ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চবি কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এক র‌্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আইকিউএসি এর পরিচালক, কলেজ পরিদর্শক, গ্রন্থাগারিক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাকর্মচারীবৃন্দ।

ইডিইউ : একটি জ্ঞানী ও সমৃদ্ধ জাতি গড়ে ওঠে তার পাঠ্যাভ্যাসের মধ্য দিয়ে। বিশ্বের উন্নত জাতিগুলোর দিকে তাকালেই দেখা যাবে, ঈর্ষণীয় মিউজিয়াম ও লাইব্রেরি রয়েছে তাদের। সমৃদ্ধ গ্রন্থাগার জ্ঞানের নীরব সমুদ্র। তৃষিত পাঠকের জ্ঞান তৃষ্ণা নিবারণই গ্রন্থাগারের উদ্দেশ্য। একটি সমৃদ্ধ গ্রন্থাগার, একটি জাতির উন্নতির সোপান। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এ বছর ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে এক সভা বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, পাঠ্যবইয়ের বাইরে যে জ্ঞানের বিশাল দুনিয়া রয়েছে, তার সাথে শিক্ষার্থীদের পরিচিত করে দেয়ার লক্ষ্যে গঠিত আমাদের সমৃদ্ধ লাইব্রেরিতে রয়েছে দেশবিদেশের নানা মনীষীর রচিত গ্রন্থ। উন্নত জীবনের জন্য জ্ঞান এবং জ্ঞানের জন্য পাঠ্যাভ্যাস আবশ্যক, এই বাক্যকে মনেপ্রাণে ধারণ করেই এগিয়ে চলছে ইডিইউ।

এ দিবস উপলক্ষে ইস্ট ডেল্টার গ্রন্থাগারের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ৩ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয় সভা শেষে। তাহমিনা আফ্রাদ শর্মীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার সামসউদদোহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনন্যা নন্দীসহ শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার আজ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ক্রেডিট ট্রান্সফার করতে পারবে পোর্ট সিটি ভার্সিটির শিক্ষার্থীরা