কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখা হলো না দুই বন্ধুর। ঈদের দিন রোববার রাত ৩টায় রামু পুরাতন বাইপাস এলাকায় কক্সবাজার যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন দুই বন্ধু। তারা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পূর্ব পেরলা গ্রামের আছর ছফার পুত্র সাজ্জাদ হোসেন তানভীর (২৫) ও একই এলাকার আবদুল খালেকের পুত্র শেখ সাইদি (৩০)। নিহত সাইদি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও তানভীর অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে দুইটি মোটরসাইকেল যোগে কঙবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তানভীরের মৃত্যু হয়। বাইকে থাকা অপরজন শেখ সাইদিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।









