সমুদ্র গবেষণা উন্নয়নে চবিতে নির্মিত হবে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান দসেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিদ (এসআইও)-র সাথে চবি ক্যাম্পাসে একটি ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেছে চবি কর্তৃপক্ষ ।

চীনের অন্যতম ডিজিটাল সিটি হ্যাংঝুতে অবস্থিত এসআইও কর্তৃপক্ষের আমন্ত্রণে চবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও উল্লিখিত গ্রাউন্ড স্টেশন নির্মাণ প্রকল্পের চবির ফোকাল পারসন ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন গত ১৭ ও ১৮ ডিসেম্বর হ্যাংঝুস্থ এসআইওর অত্যাধুনিক রিমোট সেন্সিং ও ডাটা এনালাইসিস ল্যাব, চলমান গবেষণা কার্যক্রম ও এসআইও ক্যাম্পাসস্থ প্রধান ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ও লিনানস্থ ওশান স্যাটেলাইট বেইজ স্টেশন পরিদর্শন করেন এবং কয়েক দফা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক শেষে ১৯ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করেন। এসআইওর পক্ষে স্বাক্ষর করেন ডাইরেক্টর জেনারেল অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া ও চবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হলে বাংলাদেশের সংশ্লিষ্ট গবেষকদের জন্য বাংলাদেশের সমুদ্র, আবহাওয়া ও জলবায়ু গবেষণার সুযোগ ও সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে চবি ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের গুরুত্ব অনেক ব্যাপক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধনবীন মেলার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর শুরু