সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে জনসচেতনতা সভা চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল দক্ষিণ কাট্টলী কালী মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল হোসেন।
মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ওয়াহিদুর রহমান মজুমদার ও মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেলে প্রতিনিধি সমীরণ দাশ, মিন্টু দাশ ও খেলন দাশ।
সভা শেষে জাটকা আহরণ থেকে বিরত থাকা দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।