কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। উত্তেজনা বাড়াতে পিয়ংইয়ংয়ের এ জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।
রোববার উত্তর কোরিয়ার ছোড়া দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলেই মনে হচ্ছে। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেকটা খাড়াভাবে ছোড়া হয়েছিল, সেগুলো পূর্ব সাগরে গিয়ে পড়ে।
তাদের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সামপ্রতিক অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষগুলো পরিস্থিতি সম্পর্কে পুঙ্গানুপৃঙ্খ পর্যালোচনা চালিয়ে যাচ্ছে, বিবৃতিতে বলেছেন জেসিএস।