কক্সবাজারে সাগরে নেমে পাঁচ মাস আগে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র অরিত্র হাসানের সন্ধানে নতুন করে উদ্ধার তৎপরতা শুরুর দাবি তুলেছেন একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করে এ দাবি জানান তারা।
মানববন্ধনে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, পাঁচ মাস আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রে নেমে তাদের বিভাগের তিন শিক্ষার্থী সমুদ্রে ভেসে যান। দুজনের মরদেহ উদ্ধার হলেও অরিত্রকে এখনও পাওয়া যায়নি। গত ৮ জুলাই ভোরে কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে তলিয়ে যান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের তিন ছাত্র।
ওইদিন কে এম সাদমান রহমান সাবাব নামে এক শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া গেলেও নিখোঁজ থাকে অরিত্র হাসান ও আসিফ আহমেদ। পরদিন সমিতিপাড়া এলাকা থেকে আসিফের মৃতদেহ পাওয়া গেলেও আরিত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই বর্ষের শিক্ষার্থী দেওয়ান ইজাজ ফারহান বলেন, সেদিন আমাদের বন্ধু সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গেলেও কিছুদিন তল্লাশি চালানোর পর তা বন্ধ হয়ে যায়। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, অরিত্রকে খোঁজার অভিযান আবার শুরু করা হোক। মানববন্ধনে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, অরিত্রকে খোঁজার কাজ কিছুদিন চালালেও পরে তা স্থবির হয়ে যায়।
ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে তাকে পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করে তৌফিক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। অরিত্রের পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ রাখা উচিত ছিল। প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে হলের একটি ব্লকের নামকরণের প্রস্তাব দেন এজিএস তৌফিক।












