সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটের ১৫ জেলেকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন ধরে ফিশিং বোটে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর উক্ত জেলেরা অথৈ সাগরে জাহাজে ভাসতে থাকে। নৌবাহিনীর একটি জাহাজ তাদের দেখতে পেয়ে গতকাল উদ্ধার করে এনেছে।

নৌবাহিনী সূত্র জানিয়েছে, এফভি নিশি পদ্মা নামের একটি ফিশিং বোট গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্রে গত ২৮ ডিসেম্বর ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর গত আটদিন বোটটি গভীর সাগরে ভাসতে থাকে। এটি ঢেউয়ের তালে কিছুক্ষণ সামনে এগুলো আবার পিছাতে থাকে। বোটটির ১৫ জেলে চরম অনিশ্চয়তার মাঝে সাগরে ভাসতে থাকেন।

গত ৪ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরিপ কাজ পরিচালনার সময় এফভি নিশি পদ্মাকে দেখতে পায়। নৌবাহিনীর জাহাজটি কাছে গেলে জেলেরা তাদের দুর্গতির কথা জানান। এই সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রথমে প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উদ্ধারকৃত ১৫ জেলে ও ‘নিশি পদ্মা’ ফিশিং বোটটি কক্সাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে এসে বোটের মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন, উসমান সরোয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩৩), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদারুল ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) ও সালাউদ্দিন (৩২)। তারা বাঁশখালী ও কুতুবদিয়া এলাকার বাসিন্দা। নৌবাহিনীর উদ্ধার তৎপরতায় জীবন রক্ষা পাওয়ায় জেলেরা কৃতজ্ঞতা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিসিআইসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ হাইকোর্টের
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬০টি গরু জব্দ