সমুদ্রের বিশালতায়

নুরুন্নাহার ডলি | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

সমুদ্রের বিশালতায় পা ভিজিয়ে যে আনন্দ

তাবত পৃথিবীর কোথাও তা নেই,

সমুদ্রের সফেদ ফেনারাশিতে আঁচল ভেজানোর সুখ

কাস্মিনকালেও খুঁজে পাবে না কোথাও।

সমুদ্রের নীল জলরাশিতে অবগাহন করে যে তৃপ্তি

তা কখনো খুঁজতে যেও না মৃত্তিকায়,

সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে সীমাহীন হৃদ্যতা

তা শুধু খুঁজে পাবে ভালোবাসায়।

আমি বারংবার তাই সমুদ্রকে ভালোবাসি,

আমি একশবার করে সমুদ্রের প্রেমে পড়ি।

কিশোরী বালিকার মতো দাপিয়ে বেড়াই

সাগরের তীর ভাঙা ঢেউয়ের দোলায়,

আমি সহস্রবার ডুবে ডুবে সাগরের নোনাজলের

জীবনের স্বাদ খুঁজে পাই স্বাদহীন জীবনে।

আমি ক্লান্ত দিকভ্রান্ত হয়ে ছুটে যাই

বিশাল হৃদয়ের অর্ণবের কাছে।

পূর্ববর্তী নিবন্ধমানুষই পারে মানুষের সহমর্মী হতে
পরবর্তী নিবন্ধসোরেন কিয়ের্কেগার্ড : অস্তিত্ববাদের জনক