সমুদ্রসম ভালোবাসি অভি দাশ লাভলু | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ উত্তরী বাতাসে তোমার এলোমেলো চুল মায়াবতী মুখমণ্ডল কপালের ওই লাল টিপ দৃষ্টি কাড়ে হরিণী চোখ হাতে কাচের চুড়ি; আমায় বিমোহিত করে, হৃদিপদ্মে পূজিত হও নিত্যদিন দেবী রূপে তাঁকে এ জনমে পাবো না জেনে দূর থেকে শুদ্ধতম এক অগাধ বিশাল সমুদ্রসম ভালোবাসি।