সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয়

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় বাস করা ১৫ লাখ মানুষ ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করা হয়েছে এক গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদনে। খবর বিডিনিউজের।

দেশটির প্রথম জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বিষয়ক এই প্রতিবেদনে, বন্যা, ঘূর্ণিঝড়, দাবদাহ, খরা ও দাবানলের মতো মারাত্মক প্রাকৃতিক দূর্যোগ আরও ঘনঘন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বেঁচে আছেন, বলেছেন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ক্রিস বাউয়েন।

তিনি বলেন, কিন্তু এটা পরিষ্কার যে, এখন আমাদের ঠেকানো প্রতিটি ডিগ্রি উষ্ণায়ন ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা করতে সহায়তা করবে। ৭২ পৃষ্ঠার এই প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের তিনটি পরিস্থিতি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি, ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাথাপিছু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ১ দশমিক ৫ ডিগ্রির বেশি উষ্ণায়ন পেরিয়ে গেছে।

তাপমাত্রা যদি ৩ ডিগ্রি ছাড়িয়ে যায়, সিডনিতে তাপজনিত মৃত্যুর হার ৪০০ শতাংশের বেশি বাড়তে পারে এবং মেলবোর্নে তা প্রায় তিনগুণ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধভারত ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৬০ কোটি টাকা