সমুদ্রজয়ী নাবিকরা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে অবদান রাখেন

মেরিন একাডেমিতে বিশ্ব নাবিক দিবসের সভায় বক্তারা | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন একাডেমিতে আন্তর্জাতিক নাবিক দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে গত ২৫ জুন একাডেমির অডিটোরিয়ামে কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুরের সভাপতিত্বে ও ক্যাডেট মো. আমানুল্লাহ নাসিব এবং প্রিয়ন্তী নাথের উপস্থাপনায় বিশেষ ক্যাডেট’স টক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম ক্যাডেট মিন্নী আক্তার, ২য় তৈয়বা আফরিন মনিষা এবং ৩য় আরাফুল আজিম ভূইঁয়া। এতে বিচারক ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) নৌপ্রকৌশলী মো. আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধানের পক্ষে নৌ প্রশিক্ষক ক্যাপ্টেন মো. মোজাহেরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ এবং অ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় বক্তারা বলেন, আজকের ক্যাডেটরা আগামী দিনের ক্যাপ্টেন ও মেরিন ইঞ্জিনিয়ার। সমুদ্রমুখী এমন দু:সাহসী নাবিকদের সম্মান জানাতে আইএমওর সিদ্ধান্তানুসারে প্রতিবছর আন্তর্জাতিক নাবিক দিবস উদযাপিত হয়। সমুদ্রজয়ী এই নাবিকরা এক বন্দর থেকে আরেক বন্দরে ছুটে চলেন। তারা আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে অবদান রাখেন। সীফেয়ারারস ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, নৌপ্রকৌশলী আতিকুর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, মো. আবুল কালাম খান, প্রকৌশলী মো. খায়রুল বাশার, প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, লে. কমান্ডার কাজী ইফতেখার হোসেন, নৌপ্রকৌশলী মো. আজিজুর রহমান, মো. আসাদুজ্জামান, ডা. গৌতম দাশগুপ্ত, মোহাম্মদ শফিকুল আলম, কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সজল আহমেদ, মাহমুদুল হাসান, কামাল উদ্দিন, খালেদ সালাউদ্দিন, আশরাফুল ইসলাম, আলআমিন মোল্লা, জাহেদুল ইসলাম চৌধুরী, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, উর্মী কুন্দু, সামিউল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ। কমান্ড্যান্ট বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে বর্ণাঢ্য র‌্যালি একাডেমির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসতেজের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকম্পিউটার প্রযুক্তি ছাড়া দ্রুত কর্মসম্পাদন অসম্ভব